• ঢাকা
  • রবিবার, ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ডিসেম্বর, ২০২৪ ইং
ফরিদপুরে ওয়ার্ড কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে কৃষকদলের প্রস্তুতি সভা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

ওয়ার্ড কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে ফরিদপুর মহানগর কৃষকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৪ টার দিকে ফরিদপুর শহরের কাঠপট্টি বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর কৃষক দলের সভাপতি  অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ‌ কর্নেল অবসরপ্রাপ্ত এস এম ফয়সাল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মনিরুজ্জামান দিপু।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল কবির, সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সোলায়মান হোসেন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ‌কৃষিবিদ রাজিবুল হাসান প্রমুখ।

সভায় বক্তারা ওয়ার্ড ভিত্তিক কৃষক দলের কমিটিতে যোগ্য লোককে স্থান দেবার আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা বলেন, বাংলাদেশ কৃষক দল সব সময় কৃষকদের পাশে থাকবে এবং কৃষকদের সার্বিক সহযোগিতায় সব সময় নিয়োজিত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। সঠিক সময়ে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণে কৃষক দল অবদান রাখবে বলেও প্রস্তুতি সভায় বলা হয়।

বক্তারা আরও বলেন, তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী ওয়ার্ড ভিত্তিক প্রতিটি কৃষকের দ্বারে দ্বারে  গিয়ে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান পূর্বক সহযোগিতা করা হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত কৃষক দলের সমর্থক ও কর্মীরা তাদের সমস্যাগুলো উপস্থিত কৃষক দলের নেতাদের কাছে কাছে তুলে ধরেন। মাঠ পর্যায়ে কৃষকদের দাবি দাওয়াগুলো জেনে প্রয়োজনীয়  সুযোগ সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দিতে এবং কৃষক দলকে সাংগঠনিকভাবে  আরো শক্তিশালী করে গড়ে তুলতে আহ্বান জানানো হয়।

প্রতিবেদক
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
মোবা : ০১৭৪৪৪৮৫৩০০
তাং: ৩০-১১-২০২৪ ইং

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।