সাভারের বনগাঁও ইউনিয়নের ত্রাণ সামগ্রী বিতরণ
সুমন ভূইয়া সাভারঃ
সাভারে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল নাহার,ও আওয়ামী লীগ নেতা আব্দুল গাফ্ফারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।