ফরিদপুর জেলা পুলিশের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ
সাব্বির হাসান, সদরপুর, ফরিদপুর ঃ ফরিদপুরের সদরপুর উপজেলার অসহায় হতদরিদ্র কর্মহীন ২০টি পরিবারের মাঝে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে ত্রাণ সহায়তা হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন ঃ চারটি বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ৯টি ইউনিয়নের হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি ঘুরে এসব ত্রাণ সামগ্রী পরিবারের কাছে পৌছে দেয় পুলিশ।
ত্রান বিতরণ করেন ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ সাইফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান।
জানা গেছে, ফরিদপুর জেলার ৯টি থানার কর্মহীন চারশত পরিবারের মাঝে ফরিদপুর জেলা পুলিশের ২দিনের বেতন দিয়ে এ সাহায্য দেওয়া হয়েছে। খাদ্য সামগ্রী হিসাবে, ১০কেজি চাউল, আলু ৫কেজি,২কেজি ডাল, লবন ও ১টি সাবান দেওয়া হয়েছে।
ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ সাইফুজ্জামান বলেন, জাতির এ দুর্যোগ মুহুর্তে ফরিদপুর পুলিশ সুপারের উদ্যোগে ফরিদপুর জেলার সকল পুলিশের দুই দিনের বেতন দিয়ে অসহায় গরিব মানুষ কে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দুর্যোগ যতদিন থাকবে এসব পরিবার গুলোকে সাহায্য করা হবে।