টাইমস ইউনিভার্সিটির চেয়ারম্যান শরীফ আফজাল হোসেন (ছবি : সংগৃহীত)
ফরিদপুরের পশ্চিম খাসাবাসপুর মহল্লায় অবস্থিত টাইমস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ মো. আফজাল হোসেন (৭২) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
বুধবার (৩০ ডিসেম্বর ) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শরীফ মো. আফজাল হোসেন মহান স্বাধীনতা সংগ্রামের একজন সংগঠক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার বাসপুর গ্রামে।
তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ শিল্প ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। এছাড়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিআই) এর সাবেক সভাপতি ছিলেন। এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবার তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সিএমএইচ এ ভর্তি হন।
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।