ফরিদপুর সদর উপজেলার,৮নং কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুরে আজ বৃহস্পতিবার ৩০ জুলাই সকাল ৯ টায় ঐতিহ্যবাহী পাকড় গাছ তলায় মীর ইন্তাজ আলী ফাউন্ডেশনের আয়োজনে চারশতটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আলহাজ্ব মোঃ জালাল উদ্দীন সরদার (অবঃপ্রধান শিক্ষক)শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন,মীর ইন্তাজ আলী, প্রতিষ্ঠাতা-মীর ইন্তাজ আলী ফাউন্ডেশন, আব্দুল খালেক মোল্যা (অবঃ)সিনিয়র অরেন্ট অফিসার সেনাবাহিনী,মোঃসিদ্দিকুর রহমান মোল্লা,সভাপতি-পরমানন্দপুর উচ্চ বিদ্যালয়। মোঃ আদম আলী বেগ (সিনিয়র অরেন্ট অফিসার) বাংলাদেশ সেনাবাহিনী,মোঃ ইসহাক বেগ,মোঃ আব্দুল বেগ,মোঃ ছালাম বেগ,মোমোঃ হাবিবুর রহমান,মোঃ আক্তার মীর,হাজী মোঃ ইয়াছিন আলী, মোঃ লিটন সেক,মোঃ মিলন সেক বাংলাদেশ সেনাবাহিনী,মোঃ শাহীন মোল্লা,আহ্বায়ক সদস্য-মীর ইন্তাজ আলী ফাউন্ডেশন,মোঃ শরিফুল ইসলাম বাবু,মোঃ ফারুক সেক,সেনাবাহিনী,মোঃ রুস্তম বেগ,মোঃ পান্নু বেগ,মোঃ আরিফ সেক,মোঃ বাবুল সেক,মোঃরাকিবুল হাসান রোমিও সহ অন্যান্য ব্যক্তিবর্গ। মীর ইন্তাজ আলী ফাউন্ডেশন এর আহ্বায়ক প্রভাষক সৈয়দ মোঃ ইব্রাহিম আলী বলেন,আজ সারা পৃথিবীতে করোনা মহামারির পাশাপাশি বন্যায় অনেক উপজেলায় বন্যা দেখা দিছে।
তাই ঈদুল আয্হা উপলক্ষে নিম্ন আয়ের ৪০০টি পরিবারের মাঝে ৫ কেজি করে আটা প্রদান করে মীর ইন্তাজ আলী ফাউন্ডেশন। প্রভাষক সৈয়দ মোঃ ইব্রাহিম আলী, আরো বলেন,সমাজের সকল বিত্তবানদের এই মহামারি মধ্যে অসহায় মানুষদের পাশে সাহায্যের হাত বাড়ানোর জন্য অনুরোধ করেছেন।খাদ্য বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন সরদার বলেন,এই ফাউন্ডেশন সমাজের অসহায়, গরীব,দুঃস্হ,বৃদ্ধ,বিধবা,প্রতিবন্ধী, বৃক্ষরোপন কর্মসূচী,মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থাকবে সবসময় ইনশাআল্লাহ। ৮নং কৃষ্ণনগর ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আয্হার শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।