রূপসী পল্লী বাংলাদেশ সংস্থার পক্ষ হতে পবা উপজেলা ছাত্রলীগের ফ্রী সবজি বিতরণ
মোঃ আলাউদ্দিন মন্ডল,রাজশাহী :
আজ ৩০ শে এপ্রিল (বৃহস্পতিবার) সকালে রূপসী পল্লী বাংলাদেশ সংস্থার পক্ষ হতে পবা উপজেলায় গরীব, অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষদের মাঝে ফ্রি সবজি বিতরণ করা হয়েছে।রাজশাহীর পবা উপজেলায় রূপসী বাংলাদেশ সংস্থার পক্ষ থেকে সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন এমপির সার্বিক সহযোগীতায় পবা উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ ফরিদুল ইসলাম রাজুর সার্বিক নেতৃত্বে উপজেলার সকল ছাত্রলীগ নেতা-কর্মীদের মাধ্যমে উপজেলার সকল দুঃস্থ, অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে ফ্রি সবজি বিতরণ করা হয়েছে। রূপসী পল্লী বাংলাদেশ সংস্থাটি সম্পূর্ণরূপে একটি দাতব্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপির সার্বিক সহযোগিতায় পরিচালিত হয় এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত এই সংস্থাটি দরিদ্র অসহায় মানুষদের মাঝে সাহায্য বিতরণ করে চলছে।