সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরীর পক্ষে ঈদ উপহার বিতরণ
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে ঈদ উপহার বিতরণ করেছেন ফরিদপুরের সালথা উপজেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
শনিবার সকালে সালথা উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে সালথায় বীর মুক্তিযোদ্ধা মরহুম চৌধুরী ইউনুস আলীর বাড়ির আঙ্গীনায় এই ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এই ঈদ উপহার শতাধিক মহিলার মধ্যে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সালথা উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী জান-ই মারজানা চৌধুরী (শারমিন) উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রুপা বেগম, মহিলা আওয়ামীলীগ নেত্রী সালেহা বেগমসহ উপজেলার আটটি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
৩০ এপ্রিল ২০২২