• ঢাকা
  • শনিবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ফরিদপুরে করোনায় প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

১৬ আষাঢ় ( ৩০ জুন)

ফরিদপুর কোর্ট পুলিশের উপ পরিদর্শক মোঃ হাফিজুর রহমান (৫০) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেছে। সোমবার দিবাগত রাত তিনটার দিকে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি মাগুড়া জেলার শ্রীপুর এলাকায় বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঐ পুলিশ কর্মকর্তা গত ২৫ জুন তারিখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেয়। এরপর গত ২৭ জুন তারিখে তার করোনা পরীক্ষা রির্পোটে পজিটিভ আসে। এর ভিতর তার শারীরিক অবস্থার অবনতি হলে ঐদিন বিকেলে তাকে ঢাকার ইমপাল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলো।

এদিকে ঢাকা থেকে তার লাশ প্রথমে ফরিদপুর পুলিশ লাইনস মাঠে জানাজা শেষে তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে দাফন করার জন্য। দাফন কার্যে ফরিদপুর জেলা পুলিশের রিজার্ভ অফিসার মোঃ আনোয়ার হোসেন নেতৃত্বের একটি টিম অংশ নেবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।