• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে সালথা উপজেলায়

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

সোনালী আশে ভরপুর ভালবাসি ফরিদপুর। এবার ফরিদপুরের সালথায় ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ করেছে কৃষকেরা। মহামারী করোনাভাইরাসের কারণে দুরত্ব বজায় রেখে কৃষকেরা মাঠে কাজ করে চলছেন। থেমে নেই কোন কৃষক। মাঠে মাঠে বেড়ে উঠছে পাটের গাছ। চারিদিকে শুধু সবুজ ঘেরা মাঠ।
জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে ১২ হাজার ৪০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। কয়েকদিন আগে পিয়াজ ও অন্যান্য ফসল উত্তোলন করার পরেই পাটের বীজ বপন করে কৃষকেরা। এরপর আগাছামুক্ত কাজ শুরু হবে। এরপর পাট বাছাই। দুই থেকে আড়াই মাসে পাট উৎপাদনের উপযুক্ত হবে।

উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি বলেন, উপজেলার ৩হাজার পাট চাষীকে পাট বীজ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে ৩হাজার পাট চাষীর প্রতিজনকে বিঘা প্রতি ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি ও ৩ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস বলেন, পাট উৎপাদনে আমাদের মাঠকর্মীরা নিয়মিত কৃষকদেরকে মরামর্শ দিয়ে আসছেন। আবহাওয়া যদি পাটের অনুকূলে থাকে তাহলে পাট এবছরে ভাল হবে বলে আশা করছি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।