কুষ্টিয়া জেলার মিরপুর থানার পুলিশ কুষ্টিয়া মেহেরপুর সড়কের বলিদাপাড়া স্কুল ও কলেজের সামনে থেকে ৩০-০৭-২০২০ বৃহস্পতিবার ভোরে অভিযানে পরিচালনা করে ১৪৭ বোতল ফেন্সিডিল ও পাজোরা গাড়ীসহ সদর উপজেলার আশরাফুল ইসলাম আকাশ ও রুবেল নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেন। মাদক ব্যবসায়ী ২ জন অনেক বছর যাবৎ ব্যব্সা করে আসছিল।
আটকৃতদের বিরুদ্ধে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। থানা সূত্রে মাদক বিরোধী অভিযানের চলাকালিন চেকপৌষ্ট চলছিল এমন্ত অবস্থায় (৩০-০৭-২০২০) বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালামের নির্দ্দেশে থানার এসআই প্রশান্ত কুমার শাহা,এ এস আই আবু তাহের, এ এস আই মেহেদী হাসান, এ এস আই কাউছার ও সঙ্গীয় ফোর্স কুষ্টিয়া- মেহেরপুর হাইওয়ের সড়কের বলিদাপাড়া কলেজ ও স্কুলের সামনে মাদক বিরোধি চেক পৌষ্ট চলাকালিক প্যাজোরা গাড়ীর গতিরোধ করে গাড়ী তল্লাসী করলে বস্তার বাধা অবস্থায় ১৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন এবং গাড়ীসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটকৃতদের বাড়ি কুষ্টিয়া জেলার চৌরহাস এলাকার কুমারগাড়ার পাবনা পাড়ার মৃত আলফাজ উদ্দিনের পুত্র আশরাফুল ইসলাম ওরফে আকাশ(৪৫) এবং উদিবাড়ি এলাকার নতুন পাড়ার মৃত মোতালেবের পুত্র রুবেল(৩৫)। এ ব্যাপারে মিরপুর থানার মামলা হয়েছে।