ফরিদপুর জেলা প্রতিনিধি
নগরকান্দা উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিদপ্তর, ফরিদপুর এর যৌথ উদ্যোগে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুল হকের নেতৃত্বে আজ শনিবার সকাল সাড়ে আটটায় ফরিদপুরের নগরকান্দা তালমা ইউনিয়নের রসুলপুর পেঁয়াজ বাজারে সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয় তদারকি কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় কৃষকের কাছ থেকে পেঁয়াজের ক্রয় ভাউচার ও বিক্রয়মূল্য তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স আহম্মাদ এন্টারপ্রাইজকে ৫,০০০ টাকা ও মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সকে ২,০০০ টাকা এবং ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক কর্তৃক মেসার্স সিরাজ মাতুব্বর ট্রেডার্সকে ২,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
এছাড়া সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রয় ও পাকা ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা হালনাগাদ টানানোসহ সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রির বিষয়ে ব্যবসায়ীদেরকে বিশেষভাবে সচেতন করা হয়।