• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ ( এক) গ্রেফতার ১

আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ ( এক) গ্রেফতার ১

কবির হোসেন, আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া গ্রামের  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গত ৩০ মার্চ সোমবার সকালে ওই গ্রাম থেকে শরীফ নায়েব আলী নামে এক শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

চাপুলিয়া বাসিন্দার মোল্যা ও ফকির সমর্থকদের বিরোধে এ সংঘর্ষের  ঘটনা ঘটে।  জানা যায়, চাপুলিয়ার ফকির গ্রুপে নেতৃত্বে দেন সেকেন্দার আলম অবসরপ্রাপ্ত পুলিশ এবং মোল্যা গ্রুপে নেতৃত্বে দেন শফিকুল মোল্যা ওরফে আবজাল মোল্যা অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

ফকির গ্রুপের ওবায়দুর রহমান  মোল্যা গ্রুপে যোগ দিলে এ নিয়ে গত ২৮ মার্চ  উভয় গ্রুপের মধ্যে কথাকাটি হয় । কথাকাটাকাটির এক পর্যায় লাঠিসোটা,টিলপার্টেল,দেশীয় অস্ত্র নিয়ে ভয়াবহ সংঘর্ষ সৃষ্টি হয়েছে।এতে উভয় পক্ষে ৬ জন আহত হয়। আহতদের আলফাডাঙ্গা উপজেলা হাসপাতালে আনে স্থানীয়রা।

গুরুত্ব আহত  জাকারিয়া ফকির, ইলিয়াছ ফকির ও আহাদ শরীফকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।

ফকির গ্রুপের জাকারিয়ার অবস্থা খুবেই খারাব দেখে ওই দিনেই ফরিদপুর থেকে ঢাকা মেকিকেল হাসপাতালে  রেফার করে। দুইদিন পর  ৩০ মার্চ  ভোরে  চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যায় জাকারিয়া। ওই মহল্লার হারুন ফকিরের ছোট ছেলে জাকারিয়া। তার মৃত্যুতে  এলাকায়  শোকের ছায়া নেমে আসে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে   বলেন, একজন মারা যাওয়ায় এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। এজারভুক্ত আসামী একজনকে আটক করে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।