ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ২০২০-২১ অর্থবছরে ১৪ কোটি ৮০ লাখ ২ হাজার ৩৬৭ টাকার বাজেট উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৭৩ লাখ ৫৮০ টাকা। বাজেটে উদ্বৃত্ত ৭ লাখ ১ হাজার ৭৮৭ টাকা ধরা হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র সাইফুর রহমান সাইফার। বাজেট অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আকরাম হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পৌর সচিব মো. মেহেদী হাসানসহ ওয়ার্ড কাউন্সিলর ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্হিত ছিলেন।
বাজেট ঘোষণা শেষে প্রশ্নোত্তর পর্বে পৌরসভার বিভিন্ন সমস্যার সঠিক সেবাপ্রাপ্তি, পরিস্কার পরিছন্নতা, রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্হার উন্নয়ন, বাজেট বণ্টন, নারী উন্নয়নে পৃথক বাজেট বরাদ্দ, নগর আধুনিকায়ন, পানির সমস্যাসহ জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।