• ঢাকা
  • বুধবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
ফরিদপুরে এখনও করোনা আক্রান্ত কোন রোগীর সন্ধান মেলেনি

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর  :  ফরিদপুরে এখনও করোনা আক্রান্ত কোন রোগীর সন্ধান পাওয়া যায়নি। ফরিদপুরে করোনা আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো তিনজনের কেউই করোনাভাইরাসে আক্রান্ত নন বলে জানা গেছে। তাদের বাইরে বর্তমানে আজ সোমবার পর্যন্ত চারজন রোগী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল ইসলাম বলেন, করোনা আক্রান্ত সন্দেহে বৃহস্পতিবার রাতে ঢাকার কুর্মিটোলা পাঠানো হয়েছিল ফরিদপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের এক ছাত্রকে। শনিবার রাতে আমরা জানতে পেরেছি তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান জানান, এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আজ সোমবার পর্যন্ত পর্যন্ত সর্দি, জ্বর ও গলাব্যাথা জাতীয় উপসর্গ নিয়ে ভর্তি হওয়া চারজন রোগীর চিকিৎসা চলছে। এখন পর্যন্ত আমাদের এখানে করোনা আক্রান্ত কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি।

তিনি জানান, এ পর্যন্ত করোনা আক্রান্ত সন্দেহে ফরিদপুর থেকে যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছিল তাদের প্রত্যেকের ফল নেগেটিভ এসেছে।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে বর্তমানে ফরিদপুরে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এক হাজার ৬১৭ জন। এদিকে কোয়ারেন্টাইনের সময় সীমা পার করেছেন ৭১৯ জন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।