কৃষ্ণনগর ইউনিয়নে ঈদ- উল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ
ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নে আসন্ন ঈদ- উল আযহা উপলক্ষে ইউনিয়নের দুঃস্থ ও অতি দরিদ্র খেটে খাওয়া জনগণের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধ ভাবে লাইন ধরে চাল গ্রহণ করে সেবা ভোগীরা। এসময় ২ হাজার পাঁচ শত জন জনগণের মঝে চাল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
আরো উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ মন্ডল,ট্যাগ অফিসার ও কর্মরত পরিষদের সচিব প্রমূখ।