অসুস্থ্য স্বামীর চিকিৎসার অর্থ পেল সুফিয়া’ ফরিদপুর ডিসির প্রকাশ্যে গণশুনানী
আলমগীর জয়
প্রকাশিতঃ 4 বছর আগে
358 বার দেখা হয়েছে
০
০ আলমগীর জয় ০
মানুষের দ্বারে দ্বারে ঘুরেও অসুস্থ্য স্বামীর চিকিৎসার জন্য অর্থ সাহায্য না পেয়ে অবশেষে জেলা প্রশাসক অতুল সরকারের প্রকাশ্যে গণশুনানীতে এসে অর্থ সাহায্য পেল বৃদ্ধা সুফিয়া (৬২)। আজ ৩০ ডিসেম্বর, ২০২০ বুধবার ফরিদপডুর জেলা প্রশাসকের নিয়মিত গণশুনানীর দিনে তিনি এ অর্থ সাহায্য পেয়েছেন। সাহায্য পেয়ে আবেগে কেদে ফেলেন সুফিয়া। বলেন, আল্লায় তারে হায়াত দারাজ করুক।
জেলার সদর উপজেলার গেরদা ইউনিয়নের নিখুরদী গ্রামের বয়স্ক সুফিয়া বেগমের স্বামী রফিক শেখ। রফিক শেখের বয়স প্রায় ৭৫ বছর। চোখে সানি পড়ার কারনে দীর্ঘদিন যাবত দেখতে পায় না। ডাক্তার দেখায় স্থানীয় হাসাপাতালে। ডাক্তার কিছু ঔষুধ দিয়ে বলেছে চোখ অপারেশন করতে হবে।
তবে অপারেশনের আগে কিছুদিন ওষুধ সেবন করতে হবে। কিন্তু সুবিফয়া বেগমের সাধ্য নেই ঔষুধ কেনার। মানুষের কাছে হাত পেতে কিছু দিন চললেও, এখন আর কেই সাহায্য করতে চায় না। এদিকে সুফিয়া বেগমের ৪ ছেলে ২ মেয়ে থাকলেও তারা সবাই তাদের সংসার নিয়ে ব্যস্ত। বাবা মাকে অর্থ সাহায্য করার অবস্থা তাদের নাই। তাই লোকমুখে শুনে জেলা প্রশাসক অতুল সরকারের প্রকাশ্যে গণশুনানীতে হাজির হয় সুফিয়া বেগম।
জেলা প্রশাসক অতুল সরকার তার সব কথা শুনে এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখে তাকে নগদ অর্থ সাহায্য করেন।
জেলা প্রশাসক সেসব সমস্যা সমাধান করে থাকেন। সাধারণত প্রতিদিনই জেলা প্রশাসক জনসাধারণের কথা শুনে থাকেন। তবে বিশেষভাবে প্রতি বুধবার দীর্ঘ সময় নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়। প্রতিবুধবার জেলা প্রশাসকের প্রকাশ্যে গণশূনানীতে প্রায় শতাধিক লোক অংশ গ্রহণ করেন।
এক বছরে গণশুনানীতে প্রায় ৫ হাজার জন সেবা প্রত্যাশী জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন।