কানাইপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা
নিজস্ব প্রতিনিধ:
ফরিদপুর সদর উপজেলার ৯নং কানাইপুর ইউনিয়নের ২০২৪- ২০২৫ অর্থ বছরের জন্য উন্মুক্ত সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন এর সভাপতিত্বে সম্ভাব্য উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো: আবুল কালাম আজাদ।
২০২৪- ২০২৫ অর্থ বছরের জন্য সম্ভাব্য বাজেটে ৩৩,১৩৬,১৩৯ টাকা আয় ধরা হয়েছে। ব্যায় ধরা হয়েছে ২৮, ১৯১,১৩৫ টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ৩৯৪৫ টাকা।
এসময় আরো উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত সদস্য মোসাঃ আসমা আক্তার, মোসাঃ নিশি সুলতানা, মোসাঃ সুফিয়া বেগম ,সাধারণ সদস্য সুমন কুমার পোদ্দার, মোঃ আব্দুল মোতালেব শেখ,রাশেদ খান, মোতালেব সরদার, রকিবুল আলম খান, লিয়াকত হোসেন,হারেজ মোল্লা , উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ বৃন্দ।