• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
জনশুমারি ও গৃহগণনা ২০২২ কার্যক্রমের ফরিদপুর জেলার উপজেলা শুমারির প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:-জনশুমারি ও গৃহগণনা ২০২২ কার্যক্রমের ফরিদপুর জেলার উপজেলা শুমারি সমন্বয়কারী জোনাল অফিসার এবং আইটি সুপারভাইজার দের ০৪ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার জেলা প্রশাসক অতুল সরকার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।উপস্থিত ছিলেন প্রথম আলোর সাংবাদিক পান্না বালা,ন্যাশনাল একাউন্টিং উইং এর পরিসংখ্যান কর্মকর্তা উলফাত জাহান সজনী, ভাংগা উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।নউপজেলার ০৯ জন উপজেলা শুমারি সমন্বয়কারী, ৫২ জন জোনাল অফিসার এবং ৫২ জন আইটি সুপারভাইজার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।প্রধান অতিথি তার বক্তব্যে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ কাজ সরকারের একটি যুগান্তকারী এবং সময়োপযোগী সিদ্ধান্ত বলে অভিহিত করেন।তিনি আশাবাদ ব্যক্ত করেন বিগত বছরগুলোর তুলনায় ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের কারনে কভারেজ এরর অনেকাংশেই কমে যাবে,তথ্য প্রক্রিয়াজাত করণ প্রকাশের ক্ষেত্রে দ্রুততম সময়ে তা করা যাবে। তিনি জনশুমারির সফল বাস্তবায়নের পাশাপাশি ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার বাস্তবায়নেও পরিসংখ্যান ব্যুরোর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আরও উল্লেখ করেন জনশুমারির তথ্যের মাধ্যমে সকল বিভাগ এবং জনপ্রতিনিধি,নীতিনির্ধারকদের স্থানীয় ও জাতীয় পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে সহায়ক হবে। তাই এই কাজটি আন্তরিকতার সাথে নিজের মনে করে সহযোগিতা করতে হবে।

পুলিশ সুপার তার বক্তব্যে জনশুমারির সকল কাজে আইনগত সহায়তা প্রদানের জন্য তারা প্রস্তুত রয়েছেন মর্মে উল্লেখ করেন।

সভাপতি তার স্বাগত উপস্থাপনায় জানান ফরিদপুর জেলায় ৪৬৯৮ জন গণনাকারী এবং ৮২১ জন সুপারভাইজার তথ্য সংগ্রহ কার্যক্রম ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে করবেন।উপজেলা পর্যায়ে তাদের প্রশিক্ষণ প্রথম ব্যাচে ০৪-০৮ জুন এবং ২য় ব্যাচে ০৯-১২জুন ২০২২ সময়ে অনুষ্ঠিত হবে।১৫-২১ জুন জনশুমারির তথ্য সংগ্রহ কাজ চলবে ফরিদপুর সহ সারা দেশব্যাপী।।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।