মোঃ রমজান সিকদার, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি -৩০/৫/২৩
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে মাদারীপুর জোনের সড়ক ও জনপদ বিভাগ । মঙ্গলবার সকালে থেকে সড়ক ও জনপদের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দাতা রায়ের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন ফরিদপুরের রির্জাভ পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ও সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ। এসময় ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিশ্বরোড গোলচত্বরের আশপাশের অবস্থিত বিভিন্ন ধরনের প্রায় শতাধিক দোকানপাঠ সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
এবিষয় মাদারীপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান জানান, মহাসড়কের উন্নয়নের লক্ষে ঢাকা থেকে পটুয়াখালী ও ভাঙ্গা থেকে মোল্লারহাট পর্যন্ত সড়ক ও জনপদের অধিকরনকৃত জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আজ থেকে শুরু হয়েছে। এর আগে আমরা স্থানীয় ভাবে নোটিশ জারি করি , মাইকিং করি এবং লাল পতাকা টানিয়ে দেই । তারপরও অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় আমরা বোল্ডেজার দিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেই।
এবিষয় সড়ক ও জনপদ বিভাগের খুলনা ও বরিশাল জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় বলেন, ঢাকা – মোল্লারহাট ও ঢাকা- পটুয়াখালী মহাসড়কে উন্নয়নের লক্ষে ফরিদপুরের
ভাঙ্গা এলাকায় সওজ অধিকরনকৃত জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।