• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
ফরিদপুরে কোভিড মোকাবেলায় এনজিওদের ভুমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :-ফরিদপুরে কোভিড ১৯ অতিমারী মোকাবেলায় এনজিওদের ভুমিকা নিয়ে দিনব্যাপী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

(৩০ নভেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় শহরতলীর ডোমরাকান্দী ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাকের সহযোগীতায় এ কর্মশালা অনুষ্টিত হয়।

জেলা এনজিও ফেডারেশন (এফএনবি) এর আয়োজনে ফরিদপুর এনজিও ফেডারেশন শাখার সভাপতি আঃ জলিল এর সভাপতিত্বে, কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বৈশ্বিক মহামারী মোকাবেলায় বর্তমান সরকার যে চ্যালেঞ্জ গ্রহন করেছে, তা অবশ্যই প্রশংসার দাবিদার। তবে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, সাংবাদিকসহ সমাজের নানা শ্রেনী পেশার মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় এই মহামারিকে আমরা দমিয়ে রাখতে সক্ষম হয়েছি। তবে আমাদের ভুলে গেলে চলবেনা যে, এই মহামারী শেষ হয়ে গিয়েছে। অতিতের ন্যায় বর্তমানেও আমাদের, সরকারের সাথে তাল মিলিয়ে কার্যক্রম চলমান রাখতে হবে। তিনি বলেন এত বড় একটা দুর্যোগ চলাকালীন সময়ের মধ্যে সরকারের যৌক্তিক সিন্ধান্তে কারনে একটি লোকও না খেয়ে মারা যায়নি। এমনকি আমাদের মাথাপিছু আয় ৩ শত মারকিন ডলার থেকে ২ হাজার ৫ শত ডলারে উন্নতি হয়েছে। এ সময় মহামারী মোকাবেলায় সরকারের পাশাপাশি কোভিড- ১৯ অতিমারী মোকাবেলায় এনজিও প্রতিষ্ঠান পাশে থাকায় সকল কর্মিদের ধন্যবাদ জানান জেলা প্রশাসক অতুল সরকার।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় এনজিও ফেডারেশন কমিটির সদস্য এফডিএ নির্বাহী পরিচালক মোঃ আজাহারুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ – পরিচালক এ এস এম আলী আহসান, যুব উন্নয়নের উপ-পরিচালক খান মোঃ নাঈম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাশউদা হোসেন, সিনিয়ার জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান। এ সময় আরো বক্তব্য রাখেন এ্যাড শিপ্রা গোস্বামী, এজাগের নির্বাহী পরিচালক নাজমা আক্তার, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, উপজেলা শিক্ষা অফিসার নারগীস জাফরী প্রমুখ। অনুষ্ঠানে ফরিদপুরে কোভিড ১৯ অতিমারী মোকাবেলায় এনজিওদের নেওয়া বিভিন্ন কর্মসুচী উপস্থাপন করেন ব্র্যাক ফরিদপুর জেলা প্রতিনিধি মোঃ আসাদুল্লাহ আসাদ।

অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনায় ছিলেন বিএফএফ এর নির্বাহী পরিচালক আ. ন. ম. ফজলুল হাদি সাব্বির।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।