শহীদ সুফি ফুটবল টুনামেন্টে প্লাটুন স্টার ক্লাবের জয়লাভ
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 2 বছর আগে
148 বার দেখা হয়েছে
০
শহীদ সুফি ফুটবল টুনামেন্টে প্লাটুন স্টার ক্লাব জয়লাভ করেছে।
শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত শহীদ সুফি ফুটবল টুর্নামেন্ট আজ বুধবার একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্লাটুন স্টার ১-০ গোলে বাখুন্ডা সুজন সংঘকে পরাজিত করে দ্বিতীয় পর্বে উন্নীত হয়। বিজয়ী দলের পক্ষে জয়সূচক ও একমাত্র গোলটি করেন আব্দুল্লাহ।
প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব আগামী শুক্রবার থেকে আরম্ভ হবে বলে কমিটি সূত্রে জানা গেছে। মোট ৩০ টি দল নিয়ে নকআউট পদ্ধতিতে এই টুর্নামেন্ট এর খেলা গুলি চলছে।