মোঃ নুরুল ইসলাম সদরপুর থেকে,
ফরিদপুরের সদরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করণ ও বাস্তবায়ন উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে
৩০ অক্টোবর বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে এই সেমিনার
অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ (ক্যাব) এর সদরপুর শাখার সভাপতি সাংবাদিক মোশাররফ হোসেন সাধারণ সম্পাদক প্রভাত কুমার সাহা, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ওমর ফয়সল
থানা ইঞ্জিনিয়ার আব্দুল মমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পাল
সাংবাদিক শিমুল তালুকদার, সাব্বির হাসান, সোবাহান সৈকত প্রমুখ।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবা অফিসার কাজী শামীম আহম্মেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমির বৈদ্য ফুড ইন্সপেক্টর কর্মকর্তা রাশেদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার আল মামুন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কিত বিষয়ের বিভিন্ন আলোচনা করেন। এবং সদরপুরে বিভিন্ন ব্যবসায়ীদের বিরুদ্ধে খাদ্যে ভ্যাজাল, ওজনে কম দেওয়া, পচা খাবার বিক্রি,
দোকানে দ্রব্য মূল্যের তালিকা না থাকা, এবং যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি বিক্রি
করা সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অচিরেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
মো: নুরুল ইসলাম
সদরপুর, ফরিদপুর
০১৭৩১৬১৭৫৯৫