ভাঙ্গায় নিখোঁজের তিনদিন পর মহিলা লাশ উদ্ধার
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-৩০/০৯/২০২৪ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুর গ্রামে নিখোঁজের তিনদিন পর খাল থেকে কমেলা বেগমের (৪৫) লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় ভাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে রশিবপুরা খালের মাঝখান থেকে অর্ধ গলিত লাশটি উদ্ধার করে। সে উক্ত গ্রামের দলিল উদ্দিন খাঁর মেয়ে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকসেদুর রহমান জানায়, গত তিন দিন আগে মহিলা বাড়ি থেকে নিখোঁজ হয়। আজ বিকালে স্থানীয় লোকজন রশিবপুরা খালের মাঝখানে কচুরিপানার ভেতর লাশটি দেখতে পেয়ে থানার খবর দিলে আমরা লাশটি উদ্ধার করি। নিহত মহিলা সহজ-সরল ছিল বলে এলাকাবাসীর জানায়। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।