ফরিদপুর ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া স্কুলে চুরি
ফরিদপুর সদর উপজেলার নর্থ্য চ্যানেল ইউনিয়নের ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) জুনিয়র স্কুলের কেসি গেট ভেঙ্গে দ্বিতীয় তলার লাইব্রেরী রুমের তালাভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র,মুক্তিযোদ্ধার দলিল,বিভিন্ন ধরনের বই,শিক্ষা উপকরন ছিড়ে ফেলে ও চুরি করে নিয়ে গেছে কে বা কাহারা।
স্কুলের প্রধান শিক্ষক ইউসুফ আলী এব্যাপারে ৩০ মে ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। ডায়েরীতে উল্লেখ করেছেন করোনার কারনে স্কুল ছুটি থাকায় ২৪ থেকে ২৭ মে এর মধ্যে এই চুরির ঘটনা ঘঠেছে। এ বিষয় তিনি নর্থ্য চ্যানেল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের অবহিত করেছেন।