• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
মোজার গন্ধ দূর করার টিপস

ছবি প্রতিকী

মোজার গন্ধ একটি পরিচিত সমস্যা। অনেকের মোজারই দুর্গন্ধে অতীষ্ঠ হয়ে ওঠেন। আসুন জেনে নেই কী কী করলে মোজার দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়া যাবে।

-জুতা বা মোজা পায়ে দেয়ার আগে পা ভালো করে শুকিয়ে নিন।

– লেবুর রস বা দম দেয়া ঠাণ্ডা কালো চা পানিতে মিশিয়ে সে পানিতে কয়েক মিনিট পা ভিজিয়ে রাখলে লেবুর রস বা চায়ের অ্যাসিড জীবাণু নষ্ট করবে।
আরও পড়ুন- শাওন-চঞ্চলের গান নিয়ে বিতর্ক, সরানো হলো ইউটিউব থেকে

– হালকা গরম পানিতে সাবানের ফেনা করে পা ধুয়ে নিন। এতে ত্বকে থাকা জীবাণুর সংখ্যা কমবে।
– দীর্ঘক্ষণ পরে থাকার কারণে জুতার ভেতর পা ভেজা ভেজা লাগলে কিছুক্ষণ জুতা খুলে রাখুন।
– সুতির মোজা ব্যবহার করুন। সুতির মোজা পায়ের ঘাম শুষে করে নিতে পারে।
–  প্রতিদিন ধোয়া পরিষ্কার মোজা ব্যবহার করুন। খোলা স্যান্ডেল পায়ে দিন।
– জুতা যদি পায়ে দিতেই হয়, তাহলে চামড়া বা কাপড়ের জুতা ব্যবহার করুন। এতে বাইরের বাতাস জুতার ভেতর যাওয়া-আসা করতে পারবে, ফলে পা ঘামবে কম।
– বাসায় ফিরেই জুতা রোদে শুকাতে দিন। কোনও অবস্থাতেই ভেজা জুতা পরা যাবে না।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।