মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের নব গঠিত কমিটির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
আজ শনিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে অসহায়, গরীব,ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোস্তাফিজুর রহমান ।
সভাপতির বক্তব্যে মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকা বলেন, আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এর জন্য দোয়া করবেন।
মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান জীম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিন এক অসহায় কে নিজ শরীরের চাদর খুলে দিয়ে দেন, এ থেকে অনুপ্রাণিত হয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর নির্দেশপ্রাপ্ত হয়ে আমরা এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি।
এসময় নব গঠিত মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।