মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি:-
ফরিদপুরে নাজমুল হাসান নসরু স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে আটটি দল অংশগ্রহণ নিশ্চিত করেছে।
শনিবার রাতে প্রতিযোগিতায় দুটো ম্যাচ অনুষ্ঠিত হবার কথা থাকলেও দিনের প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কাই মিডিয়া থ্রি খেলোয়ার সমস্যার কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলে ওয়াকওভার পায় খন্দকার শফিউজ্জামান স্মৃতি সংঘ।
দিনের দ্বিতীয় ম্যাচে হাসিবুল হাসান লাভলু স্মৃতি সংঘ ১৫/১২ ও ১৫/১০ পয়েন্টে মেঘদুত সংঘ কে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠে।
প্রতিযোগিতায় যে আটটি দল কোয়ার্টার ফাইনালে উঠলো সেগুলো হলো শেখ ফজলুল হক মনি স্মৃতি একাদশ, স্কাই মিডিয়া এক, আলিপুর যুব সংঘ, ইকবাল স্মৃতি, সেভেন স্টার , রুবি স্মৃতি খেলাঘর, খন্দকার শফিউজ্জামান স্মৃতি ও হাসিবুল হাসান লাভলু স্মৃতি সংঘ।
উল্লেখ, এ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বৈশাখ নিউজ.কম।
