হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেডে শয়নরত জিল্লুর রহমান রাসেল
বৈশাখ নিউজ.কম এর স্টাফ রিপোর্টার
জিল্লুর রহমান সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছে।
বৈশাখ নিউজ.কম, এর স্টাফ রিপোর্টার, The Daily Tribunal ও দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জিল্লুর রহমান রাসেল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তাহার ডান পা গুরুতর জখম ছাড়াও পায়ের হাটুর নিচে পিছনের হাড় ভেঙ্গে গেছে।
আজ ৩০ নভেম্বর সোমবার বিকাল ৩.৩০ মিনিটে সংবাদ সংগ্রহের কাজে ফরিদপুর শহর থেকে বিসমিল্লাহ শাহ্ দরগাহ পার হয়ে ডান পাশে সংযোগ সড়কে যাবার সময়ে পিছন থেকে দ্রুত গতিতে আসা আরেকটি মোটরবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে দুই বাইকের চালকই মারাত্মক ভাবে আহত হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। অপর বাইকের চালক ছিলেন পাশ্ববর্তী পিয়ারপুর এলাকার মনির হোসেন।
প্রাথমিকভাবে বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলার AC কেবিন নং ১ এ ভর্তি রয়েছেন।
দূর্ঘটনার কথা শুনে তাঁর আশু চিকিৎসার ব্যাপারে খোঁজ নিয়েছেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা এবং তার সু- চিকিৎসার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ নির্দেশ দিয়েছেন।
এছাড়াও তাঁর চিকিৎসার ব্যাপারে সার্বিক খোঁজখবর নিয়েছেন বৈশাখ নিউজ.কম এর সম্পাদক মোঃ রুহুল আমীন খান।
হাসপাতালে থেকে তাঁর চিকিৎসার ব্যাপারে যাবতীয় ব্যাবস্হা করেন দৈনিক আজকের সারাদেশের সাংবাদিক রবিউল হাসান রাজিব।
তাঁর আশু আরোগ্য কামনায় সকলের দোয়া চেয়েছেন।