মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-৩০/১০/২০২২
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের মাধবপুর গ্রামে রোববার সন্ধ্যায় মাদক বিক্রেতাদের আক্রমণে
তৈয়াব আলী আকন্দ(৬৫) নামের এক মুদি দোকানীকে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে। সে উক্ত গ্ৰামের মৃত কাদের আকন্দর সন্তান। গত ১ মাস আগে মাদক ব্যবসায়ী ভিসা কাজিকে ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী। ভিসা কাজী জামিনে বের হয়ে এসে তার অনুসারীদের নিয়ে সন্ধার পর মধ্যপাড়া হামলা চালায়। এসময় মাদক ব্যবসায়ীদের হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত তৈয়াব আলী আকন্দকে পুলিশ ও স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা হসপিটালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম জানায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে রোববার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই। দোষীদের আটকের চেষ্টা চলছে।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত এলাকার পরিবেশ থমথমে ভাব বিরাজ করছে।