• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
সদরপুরে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ইউএনও পূরবী গোলদার

সদরপুরে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করেছে।

সদরপুরে মাস্ক না পরায় এবার ভ্রাম্যমান আদালতে মাক্স বিহীনদের জরিমানা করলেন ইউএনও পূরবী গোলদার।

মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন স্থানে সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এ ছাড়া সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম পূরবী গোলদারের আদালতে মাস্ক না পরার দায়ে তাদের অর্থদন্ড জরিমানা করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১৮৬০এর ১৮৮ধারায় এ জরিমানা করা হয়।

এ ব্যাপারে ইউএনও পূরবী গোলদার বলেন সারাদেশব্যাপী আবার করোনা দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, তাতে প্রতিদিনই রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। এথেকে ভ্যাকসিন পাবার আগ পর্যন্ত আমাদেরকে স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরিধানে সচেষ্ট থাকতে হবে। আর জনসচেতনতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।