• ঢাকা
  • রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
করোনায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির ত্রাণ বিতরণ অব্যহত

নিজস্ব প্রতিবেদক : করোনা বিস্তার রোধে সারাদেশ অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি মানুষ। কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে দলীয় সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৩০.০৪.২০) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ এ কর্মসূচির শুভ সূচনা করেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় বিতরণ কর্মসূচিতে আরো উপস্হিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মো. আব্দুর রহমান, উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান আলহাজ্ব একেএম রহমতুল্লাহ এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, স্বাস্হ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক মো. সায়েম খান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন এমপি, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সৈয়দ আব্দুল আউয়াল শামীম, প্রফেসর কামরুজ্জামান, আখলাকুর রহমান মাইনু, সাইফুন্নবী সাগর, দিপক কুমার বনিক, মো. হারুন অর রশীদ, মো. মাহবুবুর রশীদসহ নেতৃবৃন্দ।

এছাড়াও সামাজিক কল্যাণের অংশ হিসেবে এই সময়ে যে সকল মানুষ কষ্টে জীবন যাপন করছেন তাদের চাহিদার প্রেক্ষিতে পরিচয় গোপন রেখে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্যবৃন্দ সিএনজি অটোরিক্সা, রিক্সা, ব্যক্তিগত গাড়ীতে করে রাজধানীর মিরপুর থেকে যাত্রাবাড়ী, উত্তরা থেকে সদরঘাট, সাভার থেকে কেরাণীগঞ্জের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

আজ যেসব সংগঠন সমূহের প্রতিনিধির নিকট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়ে সেগুলো হচ্ছে কেন্দ্রীয় ১৪ দলভুক্ত গণতন্ত্রী পার্টি, গণআজাদী লীগ, জাতীয় পার্টি, বাসদ, ন্যাপ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, আমরা ঢাকাবাসী।

খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো, চাল ৫ কেজি, আলু ২ কেজি, মসুর ডাল ১ কেজি, ছোলাবুট ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, লবন ১ কেজি, পিয়াজ ১ কেজি, এন্টিসেপটিক সাবান ৩ পিস।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।