পটুয়াখালীর গলাচিপায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে পুষ্টিকর খাদ্য ও মৌসুমী ফল বিতরণ করা হয়েছে। রতনদী তালতলী ইউনিনিয়নের উলানিয়া আশ্রয় কেন্দ্র, কাছারিকান্দা আশ্রয়ন কেন্দ্র ওফজলুল উলুম হাফিজিয়া মাদরাসার ২০০ শিশুর মধ্যে এসব বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এসব খাদ্য ও মৌসুমী ফল বিতরণে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পদক আয়শা তাইয়্যেবা এপা, উপজেলা কমিটির উপদেষ্টা ডাক্তার ফারজানা রশিদ সাম্মী, উপদেষ্টা জনাব আবু বাকার শিবলী, উপদেষ্টা মো. সাইদুর রহমান,
উপদেষ্টা মো. শাকিল খান, উপদেষ্টা মো. সাইমুন রহমান এলিট।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কমিটির সভাপতি সবুজ কুমার পাল, সহসভাপতি রাকিবুল হাসান রুসেল, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, যুগ্ন সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, মিতু আক্তার, সাংগঠনিক সম্পাদক রাকিব খন্দকার, সমাজ কল্যান সম্পাদক লিজা মনি, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম জাহান ইমা, সদস্য মো. মামুন সিরাজ, মো. আরিফুজ্জামান আরিফ, কলেজ কমিটির সভাপতি খালিদ ইবনে ওয়ালিদ, যুগ্ন সাধারণ সম্পাদক রিতু পাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মু. ওমর ফারুক, কার্যকরি সদস্য সুমাইয়া আক্তার তামান্না।