ঠাকুরগাঁওয়ে ছাত্রনেতা হিমেল এর উদ্যোগে খাদ্য সামগ্রিক বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁয়ে করোনা ও খাদ্য সংকট মোকাবেলায় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এর উদ্যোগে খাবার বিতরণ করা হয়।
করোনা দুর্যোগের মধ্যে সবাই যখন নিজেদের গুটিয়ে নিয়েছেন, ঠিক তখন ঠাকুরগাঁও সদর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান হিমেল এর উদ্যোগে আজ সন্ধ্যা ০৮:০০টায় ৭নং চিলারং ইউনিয়নের অসহায় গরিব দুঃখী মানুষদের ৩০০প্যাকেট খাবার বিতরণ করেন।
এ সময় নাজমুল হাসান হিমেল বলেন,৭নং চিলারং ইউনিয়নের ৫ জনকে করোনা সন্দেহে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন পাঠানো হয়।৭নং চিলারং ইউনিয়নের সংঙ্গে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয় প্রশাসন।এই ইউনিয়নের প্রায় ৭০% মানুষ খেটে খাওয়া দিন মজুর।তাদের খাবারের প্রচুর পরিমাণে সংকটে আছে।তাই আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু খাবার প্যাকেট বিতরণ করি।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাজ্জাদ,সদর উপজেলা ছাত্রলীগের সাংঠনিক সম্পাদক সবুর,ছাত্রনেতা মিদুল,রবিউল,মানিক।
তারা আরো বলেন করোনায় আতঙ্কিত না হয়ে এই ভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়ম মেনে চলা ও জনসমাগম থেকে দূরে থাকার পরামর্শ দেন।