মহামারি করোনাভাইরাসে কর্মহীন পরিবারের পানিবন্দি অসহায়-হতদরিদ্র শিশুদের সাথে কোরবানি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার হিসেবে এবার ঈদে ব্যক্তিগত অর্থে নতুন জামা কিনে দিয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর এলাকায় রাস্তার পাশে থাকা বানভাসি শিশুদের মাঝে এই নতুন জামা পড়িয়ে দেন ওসি। এছাড়াও বানভাসি অর্ধশতাধিক অসহায় শিশুদের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করেন তিনি।
ঈদে নতুন জামা পেয়ে শিশু রায়হান, কবির হাসান ও আরাফাত রহমানসহ অনেকেই জানান- এবার ঈদে স্যারের দেয়া নতুন জামা-কাপড় পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। স্যারকে ধন্যবাদ, করোনা মধ্যেই আমাদের মতো অসহায় শিশুদের ঈদ উপহার দেয়ার জন্য।
ঈদ উপহার বিতরণের উপস্থিত ছিলেন- থানা উপ-পরিদর্শক এসআই টিটু চৌধুরী, এসআই মো. লিটন মিয়া প্রমুখসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন- বন্যায় পানিবন্দি অনেক পরিবার রাস্তার পাশে রয়েছেন। কর্মহীন হয়ে পড়েছেন এসব পরিবারের উপার্জনস্বক্ষম ব্যক্তিরা। ঈদের আনন্দ নেই অনেক শিশুদের। তাই কোমলমতি শিশুদের মুখে হাসি ফুটাতে ও ঈদের আনন্দ ভাগাভাগি নিতে নতুন জামা দিয়ে পাশে দাঁড়াতে চেস্টা করেছি।