ভারতে দিন দিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে বলিউডের কয়েকজন তারকাও করোনায় আক্রান্ত হয়েছেন। এবার অভিনেতা আমির খানের গাড়িচালক, দেহরক্ষী ও রাঁধুনীসহ সাত জন স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি আমির খান লেখেন, ‘সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমার কয়েকজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) কর্মকর্তারা তাদের চিকিৎসা প্রদানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন।’
তিনি আরো লিখেছেন ‘আমরা বাকিরা ভালো আছি এবং টেস্টে নেগেটিভ এসেছে। এখন শুধু আমার মায়ের টেস্ট বাকি রয়েছে। সবাই প্রার্থনা করবেন যেন নেগেটিভ আসে। দ্রুত, পেশাদায়িত্ব ও যত্নের সঙ্গে সাহায্যের জন্য আমি আবারো বিএমসি-কে ধন্যবাদ দিতে চাই। এছাড়া কোকিলাবেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদেরও বিশেষ ধন্যবাদ। টেস্টের প্রক্রিয়াটি তারা খুব যত্নের সঙ্গে করেছেন। সৃষ্টিকর্তা সহায় হোন এবং নিরাপদ থাকুন।’
আমির খানের পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক এটি। সম্প্রতি শোনা যায়, এই সিনেমার বাকি শুটিং শুরুর পরিকল্পনা করছেন আমির। কিন্তু এরই মধ্যে স্টাফদের করোনায় আক্রান্ত হওয়ায় তা আবার পিছিয়ে গেলো। তবে যত দ্রুত সম্ভব তিনি শুটিংয়ে ফিরতে চাইছেন বলে জানা গেছে।