কবীর হোসেন, আলফাডান্গা
ফরিদপুরের আলফাডাঙ্গা ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
৩০ এপ্রিল শনিবার আলফাডাঙ্গা প্রেসক্লাব সংলগ্ন সংগঠনটির কার্যালয়ের খোলা আকাশের নিচে ছাদের উপরে মনোরম পরিবেশে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনের কর্মীরা।
আলফাডাঙ্গা ক্লাবের সভাপতি ওমর আলী ও সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম এর নেতৃত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ ইফতার পার্টিতে অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার রুহুল আমিন সাগর, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না, ইউপি চেয়ারম্যান শরীফ হারুন অর রশীদ ও জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলিমুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হারিচুর রহমান সোহানসহ শতশত নানা পেশাজীবিরা।
সার্বিক সহযোগিতায় ছিলেন ওই সংগঠনের সহ-সভাপতি এইচ এম রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, অর্থ সম্পাদক ফরিদ হোসেন বারুসহ আরও অনেকে।