ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর সদরের কাচারীটেক মোহাম্মদপুর বাজার এলাকায় মোবাইল ফোন নিয়ে তর্কবিতর্কে মোঃ আকাশ(২৫),পিতা- অজ্ঞাত, মাওনা, গাজীপুর,কে ছুরিকাঘাত করে মোঃ ফিরোজ (২৫), পিতা- মোঃ হযরত আলী,গ্রাম- মোঃপুর, থানা-সদর,জেলা- ফরিদপুর পালিয়ে যায়।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী শিমুল খান(২৫),পিতা- মোঃ সুলতান খান,গ্রাম- দুদু খান পাড়া,থানা- গোয়ালন্দ, জেলা- রাজবাড়ী জনায় আকাশ, ফিরোজ ও শিমুল তারা পরস্পর বন্ধু। আকাশ, শিমুল ও ফিরোজ আশুলিয়ার নবী নগর এলাকায় থাকতো গতকাল শনিবার ৩০ জুলাই তারা ফিরোজের আমন্ত্রণে ফরিদপুরে ঘুরতে আসলে আকাশ ও ফিরোজের মধ্যে মোবাইল ফোন নিয়ে তর্ক বিতর্ক হলে ফিরোজ আকাশকে ছুরিকাহত করে পালিয়ে যায়। আকাশকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আকাশের মৃতদেহ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে এবং শিমুল খান ফরিদপুর কতোয়ালী থানা পুলিশ হেফাজতে রয়েছে।