সালথা থানা শ্রমিকলীগের সভাপতি গুরুতর আহত প্রতিপক্ষের গুলিতে
ফরিদপুরে প্রতিপক্ষের গুলিতে সালথা থানা শ্রমিকলীগের সভাপতি গুরুতর আহত
ফরিদপুরের সালথা থানা শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহিন প্রতিপক্ষের পিস্তলের গুলিতে গুরুতর আহত হয়েছেন।
গতরাতে এ ঘটনা ঘটে। আর এ ঘটনায় সজিব নামের আরো এক শ্রমিক নেতাকে গোপালগঞ্জের মোকসেদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষরা তার উপর গুলি চালিয়েছে বলে আহতের পরিবার দাবী করেছে।
পুলিশ ও আহতের পরিবার জানায়, গত রাতে সালথা বাজার হতে বাড়ী যাওয়ার পথে উপজেলার বল্লভদি ইউনিয়নের কুন্ডুবাড়ি নামকস্থানে দুলাল কাজির সমর্থকরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে শাহিনকে গুলি করলে সে রাস্তার পাশে পড়ে যায়।