ফরিদপুরে আলফাডাঙ্গায় বিদু্ৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একটি গরুর। গত শুক্রবার দুপুর ১২টার দিকে আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের দক্ষিণ পাচুরিয়াগ্রামে দরিদ্র দিনমজুর আলামীনের (৩০) বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়,ওই এড়ে গরুটির বয়স অনুমানিক তিন বছর। সামনের কোরবানীর সময় বিক্রি করবেন এ আশায় গরুটিকে প্রস্তুত করছিলেন আলামীন। কিন্তু ওই গোয়ালঘরের ফ্যানের বিদু্ৎলাইনে স্পৃষ্ট হয়ে মারা যায় গরুটি।
আলামীন জানান, অনেক আশা করে গরুটি লালন-পালন করে বড় করছিলাম। আগামী কোরবানীর হাটে বিক্রি করার জন্য। কিন্তু এ ঘটনায় আমার সব আশা ধুলিসাৎ হয়ে গেল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাচুড়িয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.আলমগীর হোসেন বলেন, ফ্যানের সংযোগ দেওয়ার জন্য বিদু্ৎতের যে তার টানা হয়েছিল সে তারকে ঘাস মনে করে ওই গরুটি খেয়ে ফেলার চেষ্টা করলে বিদ্যুৎস্পষ্টে এ ঘটনা ঘটে।
ওই ইউনিয়নের চেয়ারম্যান এস.এম মিজানুর রহমান বলেন,ঘটনাটি দুঃখজনক। আমি ওই পরিবারকে ব্যক্তিগত প্রচেষ্টায় আর্থিক সহযোগিতা করবো।
জানতে চাইলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান বলেন, এ ঘটনায় ওই পরিবারকে সরকারি সুবিধা দেওয়া হবে।