ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর শহরের রঘুনন্দনপুর বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেল পাঁচটায় স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৯ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
সামসুল আলম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির, সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা,
জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কেএম খায়রুদ্দিন মিরাজ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের মাহমুদা বেগম ফরিদপুর জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, ফরিদপুর। পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির ফরিদপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলার কুদ্দুসুর রহমান, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ডাক্তার নাদিম হোসেন, এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মোঃ আক্কাস হোসেন, ফরিদপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাফর শেখ, জেলা আওয়ামী লীগ নেতা ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি এম এম মুসা,১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে।এ ধারা অব্যাহত রাখতে হবে।
তাই সবাইকে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
বক্তারা বলেন বিএনপি জামাত চক্র দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য একের পর এক ইস্যু তৈরি করছে।
সেজন্য সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান হয়।
পরে দোয়া মাহফিল মোনাজাত ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।