• ঢাকা
  • মঙ্গলবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুরে সচেতন মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মানিক কুমার দাস, ফরিদপুর : ফরিদপুরে সচেতন মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুরে সচেতন মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বৃহস্পতিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, পৌরসভার নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস, আজিজুল হক ,নাসির উদ্দিন বাচ্চু মাতব্বর, টুকু মুন্সি,হাফিজ উদ্দিন, এনামুল হক প্রমূখ। সভা পরিচালনা করেন আব্দুর রহমান বেপারী।

সভায় বক্তারা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি তুলে ধরেন, তারা জেলা মুক্তিযোদ্ধা নবনির্মিত কমপ্লেক্স ভবন অবিলম্বে মুক্তি যোদ্ধাদের ব্যবহার করার জন্য দাবি জানান ।
ফরিদপুর শহরের তিতুমীর বাজারে মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দকৃত দোকানের অনিয়ম ও তদন্ত করার দাবি জানান।
মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স নির্মাণে দুর্নীতি-অনিয়মের বিচার দাবি করেন , জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মুক্তিযোদ্ধাদের জন্য উন্মুক্ত , তথাকথিত দুর্নীতিবাজ মুক্তিযোদ্ধাদের নেতাদের পরিহার এবং মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।