সদরপুর উপজেলা সহকারী প্রকৌশলী আতাউর রহমানের ইন্তেকাল
সরকারিসহ বিভিন্ন দপ্তরের শোক প্রকাশ
সাব্বির হাসান, সদরপুর, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
607 বার দেখা হয়েছে
০
ছবিঃ নিজ বাড়িতে মোঃ আতাউর রহমান।
ফরিদপুরের সদরপুর উপজেলা প্রকৌশলী এলজিইডি অধিপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আতাউর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, ফরিদপুর শহরের লালের মোড় বাসা থেকে বের হয়ে ঢাকা যাওয়ার জন্য ফরিদপুর বাস ষ্টেশনে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ঔ সময় ফরিদপুরের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
তার পৈত্তিক বাড়ি মাগুরা জেলায়। চাকুরী জীবনে বেশীর ভাগ সময়ে ফরিদপুর জেলায় পার করেছেন। ফরিদপুর জেলা পরিষদ থেকে পদোন্নতি লাভ করে ২০১৩ সালে সদরপুর উপজেলা প্রকৌশলী অধিদপ্তরে সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। বিনয়ী এ মানুষটি তার দক্ষতা দিয়ে কাজ করে গেছেন সততার সহিত। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অনেক আত্বীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে সদরপুর উপজেলার সরকারি দপ্তরসহ উপজেলার সাংবাদিক সমাজ শোক প্রকাশ করেছেন।