মধুখালীতে হিজড়া ও বেদে সম্প্রদায়ের মধ্যে ত্রাণ ও কম্বল বিতরণ
মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আওতায় প্রায় অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গ (হিজড়া) ও বেদে সম্প্রদায়ের মধ্যে ত্রাণ ও কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার রাত ৮ টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য চাল, ডাল, তেলসহ শুখনা খাবার ও কম্বল বিতরণ করা হয়।
মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরি পৌরসভার মাঠে ও মাঝকান্দী এলাকায় উপজেলার সকল হিজড়া ও বেদে সম্প্রদায়ের বসতবাড়িতে গিয়ে এ ত্রাণ সামগ্রী পৌছে দেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, পৌরসভার প্যানেল মেয়র আনিচুর রহমান লিটন প্রমূখ।