ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামকে হত্যার প্রতিবাদে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে আজ সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক রেজভী জামানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আসমা আক্তার মুক্তা মানববন্ধনে উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী , নজরুল হক দাদন, পান্না আহমেদ, এমএস পলাশ খান, রিসাত উন নাহার ,এস এম টুটুল, তন্ময় সর্কার প্রমূখ।
সভায় বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে তারা মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।