মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা -৩১/০৮/২০২৪
ফরিদপুরের ভাঙ্গায় গাছ কাটা নিয়ে দুইদল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে ২০ জন গ্রামবাসী আহত হয়েছে। শনিবার সকাল ৯টার সময় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর বাজার সংলগ্ন গ্ৰামে এঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুত্বর আহত ১২ জনকে ভাঙ্গা হাসপাতালে ও মুমুর্ষ অবস্থায় ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের সহায়তায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
জানা যায়, পীরেরচর গ্রামে চুন্নু শেখ ও ওসমান মাতুব্বরের বাড়ির একটি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই জায়গা নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে কয়েকদফা শালিস বৈঠক হয়েছে । শনিবার সকালে আবু মাতুব্বর গাছ কাটতে গেলে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরবর্তীতে দুদলের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল, তলোয়ার, কাতরা, ইট পাটকেল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষই ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। সংঘর্ষ চলাকালে চারটি বাড়ি ভাংচুর করা হয়। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
এ ব্যাপারে ভাঙ্গার থানার এস,আই রাকিব জানান, পীরেরচর গ্রামের ওসমান ও চুন্নু গ্রুপের লোকজন গাছ কাটা নিয়ে মারামারি করেছে। সংবাদ পেয়ে আমরা পুলিশ ও সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।