• ঢাকা
  • শনিবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ডিসেম্বর, ২০২৪ ইং
সাভার ধামরাইয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু

সুমন ভূইয়াঃসাভার ধামরাইয়ে করোনায় আক্রান্ত প্রথম এক ব্যক্তি  মারা গেছেন। মৃত ওই ব্যক্তির নাম মো. আনছের আলি (৬৫)। তিনি ভারারিয়া ইউনিয়নের কাকরান এলাকার বাসিন্দা। আজ রবিবার ভোরে তিনি নিজ বাসায় মারা যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে সর্বোচ্চ সতর্কতায় সকালেই দ্রুত তার মৃতদেহ দাফন করা হয়েছে। ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে।

গতকাল সকালেই তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর আগে শনিবার রাত সোয়া ১২টার দিকে আনছার আলী ও তার মেয়ে তাহমিনা আক্তার এবং মেয়ের জামাই স্বাস্থ্যকর্মী আব্দুল্লাহর করোনা পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে। পরে ভোরেই আনছার আলী মারা যান।
এ পর্যন্ত মোট ১০৪ জন আক্রান্ত হয়েছে। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৯৩ জনের। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ০৩ জন। উপজেলায় সর্বমোট মৃত্যু ০১ জনের এবং এপর্যন্ত সুস্থ্য হয়েছেন ১০ জন।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, করোনায় আক্রান্ত হয়ে উপজেলায় এই প্রথম একজন মারা গেলেন। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার পরামর্শ দেন।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, সকাল ৯টায় ধামরাই থানা পুলিশের সহযোগিতায় আনছার আলীর লাশ দাফন করা হয়েছে।

এদিকে করোনা আক্রান্ত হয়ে ধামরাই উপজেলায় কেউ মারা গেলে তার পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন। নিহত আনছার আলীর পরিবারকেও ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে তিনি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।