গলাচিপায় ২৮ টি ঘর উচ্ছেদ করলো প্রশাসন
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সরকারি জমি উদ্ধারে অভিযান শুরু করেছে প্রশাসন। উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের গাজীপুর নামক স্থানে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধভাবে দখল হওয়া জমি পুনঃ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশীস কুমার বলেন সরকারি জমি দখল করায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম বলেন, সরকারি খাস জমির উপরে ২৮ টি ঘর উত্তোলন করায় উচ্ছেদ করা হয়েছে।
গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাং বলেন সরকারি খাস জমিতে অবৈধভাবে দখল নেওয়ায় প্রশাসন উচ্ছেদ করেছে।