ভাঙ্গায় রেলে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
মোঃ রমজান সিকদার,ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -৩১/৮/২০২৪
ফরিদপুরের ভাঙ্গায় রেলে কাটা পড়ে তোরাপ বেপারী (৭০) নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের মৃত হাসেন বেপারীর ছেলে। শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা- ফরিদপুর রেল লাইনের জান্দি নামক স্থানে ঘটনাটি ঘটে।
ভাঙ্গা রেল স্টেশন মাস্টার জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তোরাপ বেপারী কানে কম শুনতো। শনিবার সকালে সে রেল লাইনের উপর দিয়ে হাঁটছিল। সকাল সাড়ে সাতটার দিকে ফরিদপুর থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস -১ নামক লোকাল ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময়এই দুর্ঘটনা ঘটে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।