• ঢাকা
  • বৃহস্পতিবার, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
সদরপুরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত আহত-৩

ছবি প্রতিকী

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে পৃথক ২টি সড়ক দূর্ঘটনায় জাহের মোল্যা (৬৫) নামের এক ব্যাক্তি নিহত ও ৩ জন আহত হওয়ার
ঘটনা ঘটেছে। আহতরা হচ্ছে খোদেজা বেগম (৩৫), বীরমুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন (৬৫) ও বাদশা কাজী (৭৩)। তারা সদরপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
আহত খোদেজা বেগমের অবস্থা গুরুতর। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার পূর্বকান্দি গ্রামের মৃত মোন্তাজ মোল্লার ছেলে জাহের মোল্লা গত শনিবার সন্ধ্যা অনুমান ৬টায় সদরপুর আসার পথে শৌলডুবি গ্রামের রাস্তা এলাকায় সড়ক পার হওয়ার সময় ঢাকা মেট্রো-হ-
৫১৪৪৮১ নামের একটি মাহিন্দ্রা হোন্ডা তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপর দিকে একই দিন সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টায় ফরিদপুর থেকে ছেড়ে আসা যশোর-ড-১১-০৯৬৫ একটি ট্রাক ফরিদপুরগামী যাত্রী বোঝাই একটি মাহিন্দ্রকে চাপা দিলে উক্ত ব্যাক্তিরা আহত হয়। ট্রাকটি সদরপুর থানায় আটক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। মামলার তদন্তকারী অফিসার
এস.আই কৃষ্ণ বিশ্বাস ঘটনা নিশ্চিত করেছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।