বন্যার্তদের পাশে দাঁড়ালো ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন
ফরিদপুর সদরের বন্যার্তদের পাশে দাঁড়ালো ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পপতি শামীম হক-এর দেওয়া ত্রাণ সামগ্রী এক হাজার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ফরিদপুরের আলীয়াবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যার্ত অসহায় মানুষের কাছে গিয়ে এই ত্রাণ সামগ্রী তুলে দেন।
শামীম হকের পক্ষে জেলা আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খাঁন, আওয়ামীলীগ নেতা মো. মাজেদুর রহমান মাজেদ, ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলী আজগর মানিক সহ নেতৃবৃন্দ।